জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জম্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৬ হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে দিবসের কর্মসূচী শুরু হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ সিলেট জেলার নারী আসনের সংসদ সদস্য অমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব ভদ্র, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবদুর রউফ উপস্থিত ছিলেন।
জাতির পিতার জম্মবার্ষিকী উপলক্ষে পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে কয়েক হাজার শিক্ষার্থীসহ নানা পেশার লোক অংশ নেন। দিবসের অন্যান্য কর্মসূচীর মাঝে ছিল চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা। এছাড়াও সরকারি কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক এসকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৬/ এস আহমেদ