ফরিদপুরে দিনভর নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। সকাল ৮টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতা-কর্মীরা।
সকাল ৯টায় জেলা প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ফুলদিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন, চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ।
সকাল ১১টায় জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করে জেলা মৎস্যচাষী লীগ। হোটেল র্যাফেলস ইন এর সামনে থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, নাজমুল হাসান খন্দকার লেভি, শামসুল আলম, অমিতাব বোস, জেলা মৎস্য চাষী লীগের সভাপতি এম এম মুছা, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনা, আবুল হাওলাদার, সতিশ সরকার প্রমুখ।
সকাল ১০টায় ফরিদপুর শহরতলীর সরকারি রাজেন্দ্র কলেজের মহান একুশে চত্বরে এ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও সমাজ গবেষক প্রফেসর মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ, রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক রিজভী জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের , সহযোগি অধ্যাপক আনোয়ার হোসেন মিয়া, সহকারি অধ্যাপক রঞ্জয় কুমার দে, প্রফেসর কাজী ফরহাদ, প্রফেসর মর্জিনা বেগম, সুভাষ চন্দ্র সরকার, ওহিদুল ইসলাম ভুইয়া, একেএম মঞ্জুর রেজা, কমল চন্দ্র শীল , ইলা মজুমদার, সামছ‚ন্নাহার, বিলাল হোসেন, মর্জিয়া খাতুন, দেবাশীষ দাস ও কলেজটির বি.এন.এন.সি.সি, রোভার স্কাউট এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়া মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, গণসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৬/ রশিদা