বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইদহ শহরের পুরাতর ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আহসান হাবিব রানা, জেলা পরিষদের সচিব রেজা-উ রাফিন সরকার বক্তব্য রাখেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে, র্যালি, চিত্রাঙ্কন প্রতেযোগিতাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৬/ রশিদা