টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগের আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনতা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে ভাসানী হলে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, শিশু পরিবার-এতিমখানা-জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন, সাংস্কুতিক অনুষ্ঠান ও গীতি নাট্য পরিবেশন।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৬/ রশিদা