মোবাইলে কথা বলা অবস্থায় রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় সুজাব আলী (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজাব সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার বাসিন্দা ও সিরাজগঞ্জ রোডের নাইট এ্যাংগেল হোটেলে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুল কাদের জিলানী জানান, সুজাব আলী বৃহস্পতিবার সকালে মোবাইলে কথা বলতে বলতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৬/ এস আহমেদ