প্রতিপক্ষ আওয়ামী লীগ দলীয় প্রার্থীর হুমকি-ধমকি, হামলার শিকার থেকে বাঁচতে সতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) ইউপি চেয়ারম্যান প্রার্থীকে নিরাপদে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন থানার ওসি- এমন অভিযোগ করে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন ওই প্রার্থী মো. হাসানুজ্জামান রিয়াদ।
শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার নালিতাবাড়ি উপজেলার ১১নং বাঘবেড় ইউনিয়নের আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত (বিদ্রোহী) সতন্ত্র প্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. হাসানুজ্জামান রিয়াদ।
তিনি বলেন, ''আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেলেও স্থানীয় জনগনের চাপের মুখে তাকে সতন্ত্র প্রার্থী হতে হয়েছে। এলাকায় আমার অবস্থা খুব ভাল হওয়ায় এবং আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবির আশংকায় আমাকে নানাভাবে ভয়-ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। এমতাবস্থায় গত ১৫ মার্চ রাতে আমার তিনটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর এবং আমার কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং থানা পুলিশকে জানালেও কোন ব্যবস্থা নেয়নি। উল্টো থানার ওসি ফসিহুর রহমান আমাকে নিরাপদে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।''
হাসানুজ্জামান রিয়াদ অভিযোগ করেন, ''নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সবুর তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে এলাকায় নির্বাচনী প্রচারনায় বাধা দিচ্ছে। সামনে থাকে সন্ত্রাসীরা, পিছনে থাকে পুলিশ। পুলিশ ও সন্ত্রাসীরা মিলে অনেকটা অবরুদ্ধ করে রেখেছে আমাকে।''
তিনি আরো অভিযোগ করেন, নালিতাবাড়ী থানার ওসি নির্বাচনে অতি আওয়ামী লীগ সেঁজে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। তাকে এখান থেকে না সরালে ২২ তারিখের নির্বাচন কোনভাবেই সুষ্ঠ হবে না।
এ ব্যাপারে ওই আসনের এমপি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এদিকে নালিতাবাড়ী থানার ওসি ফসিহুর রহমান বলেন, আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমাকে এ বিষয়ে কোন কিছু জানানো হয়নি। পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা নিয়োজিত আছে।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৬/ এস আহমেদ