মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র্যালি, আলোচনা সভা ও শিশু সমাবেশসহ নানা আয়োজনে জাতীর জনকের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পরিষদ প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, মৌলভীবাজার পৌরসভা, জেলা মহিলা আওয়ামী লীগ, মহিলা সংস্থা, জেলা ছাত্রলীগ, রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ মৌলভীবাজার অঞ্চল ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা পুস্পস্তবক অর্পন করে।
পরিশেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সমাবেশে মিলিত হয়।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৬/ এস আহমেদ