রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের বিরুদ্ধে অবৈধভাবে ঘর-বাড়ি উচ্ছেদের অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ ৬১ পরিবার। মঙ্গলবার সকাল ১১টায় শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য অ্যাডভোকেট আবছার আলী। এসময় উপস্থিত ছিলেন মো.মাছুদুল হক, আব্দুল হালিম, আবুল কালাম, একরামুল হক সুজন প্রমুখ।
বক্তরা বলেন, রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ শহরের ভেদভেদী এলাকায় কাগজ-পত্র না দেখে বৈধ বাড়ি-ভিটা অবৈধভাবে উচ্ছেদ করেছে। এতে ৬১ পরিবার ঘরহারা হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় তিন কোটি টাকার। ঘর ছাড়া পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছে। তাছাড়া উচ্ছেদকারীরা আগে থেকে কোন নোটিশ দেয়নি। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের মাসুদুল হক বাদি হয়ে মামলা দায়ের করেছেন, যার নম্বর-১৪৯/২০১৬ইং।
তারা অবিলম্বে ক্ষতিপুরণের পাশাপাশি পরিবারগুলোকে পুনর্বহালের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সোমবার সকাল ১১টায় রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ৬১টি পরিবার উচ্ছেদ এবং রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের বেদখলকৃত প্রায় আট একর জায়গা উদ্ধার করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম জোনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নান, সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশিদ, রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মো. রশিদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ ২০১৬/ এস আহমেদ