ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। একইসঙ্গে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা মটরসাইকেল চালক নেছার উদ্দিন মারাত্বক আহত হন।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার নুরুর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মটরসাইকেলে করে ইউএনও রাশেদুল ইসলাম ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা নেছার উদ্দিন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের নুরুর দোকান নামক স্থানে যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে ওই মটরসাইকেলটিকে চাপা দেয়। পরে সংকটাপন্ন অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউএনও রাশেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মারাত্মক আহত অবস্থায় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা নেছার উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা দেখতে যান।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৬/মাহবুব