মুন্সীগঞ্জে প্রকল্প বাস্তবায়নে বহুমূখী মানোন্নয়নমূলক কার্যক্রমের আওতায় সরকারি আইন সহায়তা কার্যক্রম প্যানেল আইনজীবীদের ভূমিকা আরও কার্যকর ও গতিশীল করার লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জে জাতীয় আইন সহায়তা সংস্থা কতৃক আয়োজিত ”সরকারী আইনি সেবার মানোন্নয়নে প্যানেল আইনজীবীদের ভূমিকা শীর্ষক’ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদরুল আলম ভূইয়া, যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা, যুগ্ম জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা জ্যা, সিনিয়র সহকারী জজ মো. সাঈদুর রহমান, আহম্মেদ হুমায়ুন কবীর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন, শ্রীমতি মুক্তা মন্ডল, সাহেনারা বেগম, ঊমা রানী দাস, সহকারী জজ তানিয়া শারমিন, মুরাদ জাহান চৌধুরী, নওরীন মাহবুবা, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. কফিল উদ্দিন, পিপি মো. আব্দুল মতিন, জিপি মো. লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি শ.ম. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নাছিমা আক্তার সিনিয়র আইনজীবী মো. ময়েজ উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৬/মাহবুব