নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সালাহউদ্দিনের দুই পুত্র ও তাদের ২ সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানার এস আই ওমর ফারুক তাদেরকে গ্রেফাতার করে। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী তৈরী পিস্তল, ১ ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হল সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক মিজমিজি পশ্চিমপাড়া এলাকার সালাহউদ্দিনের দুই ছেলে সাইফুল ইসলাম রূপম (২৮), মাহাবুবুর রহমান আরমান (২৬) ও তাদের সহযোগী কবির (২৫) ও মনির (১৯)।
তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত ৩টি মোটরসাইকেল ও ১টি সিএনজি চালিত বেবিট্যাক্সি জব্দ করে পুলিশ।
গ্রেফতার হওয়া কবিরের পিতার নাম মহিউদ্দিন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দির ব্যাপারী বাড়ি এলাকায়। মনিরের পিতার নাম হানিফ গাজী। তার বাড়ি বরিশালের গলাচিপার আমতলী এলাকায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফাত উল্লাহ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার সঙ্গে উত্তরপাড়া এলাকার যুবকদের উত্তেজনা দেখা দেয়। গ্রেফতারকৃতরা তাদের সহযোগীদের নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য ৭ দশমিক ৬৫ বোরের একটি ইউএস তৈরি পিস্তল, একটি ম্যগজিন ও তিন রাউন্ড গুলি সহকারে মোটরসাইকেল ও সিএনজিযোগে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৬/মাহবুব