দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় মো. রিয়াজুল ইসলাম (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাত এক বাইসাইকেল আরোহী (৪০)আহত হয়েছেন।
নিহত রিয়াজুল ইসলাম চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ওছমান গনির ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দরের মাদারগঞ্জ হাট সংলগ্ন স্থানে একটি ট্যাংকলরি দুই বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. দেলোয়ার হোসেন বাদশা জানান, মঙ্গলবার সকালে খালি ট্যাংকলরি (চট্রগ্রাম-ন-৪৩১৬) সেতাবগঞ্জ থেকে পার্বতীপুর পদ্মা ওয়েল ডিপোতে যাওয়ার পথে দিনাজপুর-পার্বতীপুর সড়কের বেকীপুল বাজারের অদূরে মাদারগঞ্জ হাট সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা দুই বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই রিয়াজুল মারা যায় ও অপর বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তারা দু'জনই দিনমজুর। এ সময় স্থানীয় লোকজন অপরজন আহত ব্যক্তিকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্যাংকলরিটি আটক করলেও চালক পালিয়ে যায়।
চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান. পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করে।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ ২০১৬/ এস আহমেদ