কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপ ভ্যান উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন জনাব আলী (৬০), তার স্ত্রী সালমা আক্তার (৪৫) ও তাদের শিশুকন্যা পিয়া (২)। তাদের বাড়ি
নারায়ণগঞ্জ জেলার পাগলা উপজেলার সাই বাজার গ্রামে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা কুমিল্লা থেকে পিকআপে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় আসছিলেন। পিকআপ ভ্যানটি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দড়ি চরিয়াকোণা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জনাব আলী ও তার শিশুকন্যা পিয়া নিহত হয়। গুরুতর আহত সালমা আক্তারকে পুলিশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার পরই চালক ও হেলপার পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ, ২০১৬/মাহবুব/ রশিদা