রাজশাহীর দুর্গাপুরে এক ব্যক্তিকেগলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পানানগর আড়বাব ব্রিজের নিচে নাসিম উদ্দিন (২৮) নামের ওই ব্যক্তিকে হত্যা করা হয়। বুধবার সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের পারিবারিক সূত্র মতে, মঙ্গলবার বিকেলে পানানগর পূর্বপাড়া গ্রামের ওফির উদ্দিনের ছেলে এক সন্তানের জনক নাসিম উদ্দিন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হোন। এরপর রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়িতে ফিরছিলেন। পথে পাননানগর আড়বাব ব্রিজের ওপর তার মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এরপর তাকে ব্রিজের নিচে ধরে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করা হয়। তবে নাসিমের মোটরসাইকেলটি ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ, ২০১৬/ রশিদা