নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবির সভাপতি আহসান উল্লাহকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। আহসান উল্লাহর বাড়ি উপজেলার ইছাখালী এলাকায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আহসান দীর্ঘদিন ধরে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে।
বিডি-প্রতিদিন/২ মে ২০১৬/শরীফ