ঝড়ের কবলে পড়ে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে বালুবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ছয় শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।
রবিবার সন্ধ্যায় পাটুরিয়ার তিন নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সোমবার ভোরে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে এখনও দুই শ্রমিকের হদিস মেলেনি।
নিখোঁজ দুই শ্রমিক হলেন- পাবনা সদরের রহিজ প্রামাণিক (৫০) ও কুদ্দুস প্রামাণিক (৫২)।
শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার চর তারাপুর থেকে ওই ট্রলারে বালু নিয়ে পাটুরিয়া যাচ্ছিলেন আট শ্রমিক। পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ছয় শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও রহিজ ও কুদ্দুস তলিয়ে যায়।”
দুর্ঘটনার পর পাটুরিয়া নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের খোঁজে তল্লাশি চালিয়েছিল বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/মাহবুব