কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের ছয় দিনেও সন্ধান মেলেনি শিশু ইয়াহিয়া খাঁন মাসুদের। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামের ইউনুছ শিকদারের ছেলে। এদিকে মাসুদকে না পেয়ে পাগলপ্রায় তার পিতা ইউনুছ শিকদার ও মাতা সেপনা আক্তার সেপু। পরিবারে চলছে কান্নার মাতম।
জানা গেছে, গত ২৭ এপ্রিল বুধবার সকালে সামান্য মানসিক ভারসাম্যহীন মাসুদ (১৩) কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও আজ পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
এদিকে ছেলে মাসুদ নিখোঁজের বিষয়ে তার পিতা ইউনুছ শিকদার চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী (নং-১৪) করেছেন।
কোন স্বহৃদয়বান ব্যক্তি মাসুদের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮১৯৪৩৪৭৪৫ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/ হিমেল-১৬