ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাজির মহিউদ্দিন(৪৮) সোমবার (২ মে) দুপুরে ভূয়া বিল-ভাউচার করে সোনালী ব্যাংক থেকে টাকা উঠানোর সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। নাজির কোটচাঁদপুর উপজেলার ইকড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ভূমি অফিসের নাজির মহিউদ্দিন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সোনালী ব্যাংকে গিয়ে থানা হিসাব রক্ষকের স্বাক্ষর জাল করে ১৫ লাখ টাকার একটি ভূয়া বিল-ভাউচার জমা দেন। সন্দেহ হলে ব্যাংক ম্যানেজার নজরুল ইসলাম থানা হিসাব রক্ষক সুজিত কুমার বিশ্বাসকে ফোনে স্বাক্ষরের বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এরপর বিষয়টি এ্যাসিল্যান্ড চৌধুরি রওশন ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় একটি জালিয়াতি মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ