শীঘ্রই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হচ্ছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। উদ্বোধনের ৯ বছর পর গুরুত্বপূর্ণ এই ইউনিটটি চালু করতে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি চালু হচ্ছে ১৮ বেডের এইচ ডি ইউ ইউনিট।
আইসিইউ থেকে রোগীদের এই ইউনিটে পরবর্তীতে সেবা দেয়া হবে। ইউনিট চালু করতে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) যে কোন দিন উদ্বোধন ঘোষনা করা হবে বলে জানা গেছে।
জানা গেছে, বিগত বিএনপি জোট সরকারের আমলে ২০০৬ সালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও ৫'শ শয্যার হাসপাতাল উদ্বোধন করা হয়। এরপর প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও গুরুতর রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়নি।
বগুড়ার সাথে উত্তরবঙ্গের সবক’টি জেলার যোগাযোগ ব্যবস্থা ভাল হবার কারণে এ অঞ্চলের মানুষ বগুড়ায় চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে। বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ, জয়পুরজাট ও গাইবান্ধা জেলার মানুষ চিকিৎসা ক্ষেত্রে বগুড়ার উপর নির্ভর করে থাকে।
এই ৬টি জেলা থেকে গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়ে থাকে। আইসিইউ না থাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রতি বছর শত শত গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠিয়ে দেন চিকিৎসকরা।
বিত্তবানরা তাদের আত্মীয়-স্বজনদের ঢাকায় নিয়ে যেতে পারলেও নিম্নবিত্তের মানুষরা অর্থের অভাবে ঢাকায় নিয়ে যেতে পারেন না। আবার অনেক গুরুত্বর অসুস্থ রোগীকে ২শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় নিয়ে যাবার পথেই মৃত্যু হয়ে থাকে।
এই অঞ্চলের রোগীদের দ্রুত সেবা দেয়ার লক্ষ্যে বগুড়া শজিমেক হাসপাতালে গুরুত্বপূর্ন আইসিইউ ইউনিট চালু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৬ বেড নিয়ে আইসিইউ ইউনিট চালু হবে। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। পাশাপাশি এইচ ডি ইউ নামে আরো একটি ইউনিট চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। আইসিইউতে ভর্তি হওয়া রোগী একটু সুস্থ হলেই তাকে এইচ ডি ইউ ইউনিটে স্থানান্তর করা হবে।
বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) গুড়ার সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল আলম জুয়েল বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে খুব শীঘ্রই নিবির পরিচর্যা কেন্দ্র চালু হচ্ছে। এ ইউনিট চালু হলে উত্তরাঞ্চলের গুরুতর অসুস্থ রোগীদের কষ্ট করে দীর্ঘ ২শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আর ঢাকায় যেতে হবে না।
গুরুতর অসুস্থ রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সম্পর্কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসান এমপিএইচ, এমফিল বলেন, খুব শীঘ্র আইসিইউ চালু হবে। প্রথম অবস্থায় ৬টি বেড চালু করা হবে। পর্যায়ক্রমে বেডের সংখ্যা বৃদ্ধি করে হবে। এছাড়া এইচ ডি ইউ নামে আরো একটি ইউনিট চালু হচ্ছে। যেখানে আইসিইউ থেকে রোগীদের স্থানান্তর করা হবে। বর্তমান যে জনবল আছে তা দিয়েই ওই ইউনিটের কাজ চালিয়ে যাওয়া সম্ভব। বেডসহ আনুষঙ্গিক মালামাল পাওয়া গেছে। শুধুমাত্র এসি লাগানোর কাজ বাকী রয়েছে। ইতিমধ্যে গণপূর্ত বিভাগ এসির দরপত্র আহবান করেছে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ হাসপাতালে আইসিইউ ছাড়াও কিডনী বিভাগ, ডায়ালাসিস বিভাগ, ডায়াবেটিক কর্ণারসহ বেশ কয়েকটি ইউনিট চালুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/ হিমেল-২২