মাদারীপুরের শিবচরে একই দিনে দুই কলেজ ছাত্রী নিখোঁজের ১৪ দিনেও মিলেনি তাদের সন্ধান। এদিকে নিখোঁজ কলেজ ছাত্রীদের না পেয়ে ঐ দুই পরিবারে বিরাজ করছে হতাশা।
এব্যাপারে শিবচর থানায় জিডি করা হলেও পুলিশ তাদের উদ্ধারে কোন পদক্ষেপ গ্রহন করেনি বলে অভিযোগ উঠেছে। ধারণা করা হচ্ছে কৌশলে নারী পাচারকারীরা তাদের অপহরণ করেছে।
জিডি সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের সেকান্দার খলিফার মেয়ে কলেজ ছাত্রী তসমিলা আক্তার (২২) গত ১৯ এপ্রিল শ্বশুরবাড়ী যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ী বের হয়। এসময় তসলিমার সাথে তার মামাত বোন ডলিও (২১) ছিলেন। ডলি কুতুবপুরের হেলাল মোল্লার মেয়ে।
তসলিমা বাড়ি থেকে বের হওয়ার ঘন্টা খানেক পর থেকেই তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে তসলিমার শ্বশুড় বাড়িতে যোগাযোগ করলে তারা জানান তাদের বাড়িতে আসেনি। তসলিমা ও ডলি শিবচর নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের শিক্ষার্থী। এ ব্যপারে গত ২৫ এপ্রিল শিবচর থানায় জিডি করা হয়েছে (জিডি নং ১২৪৩)।
নিখোঁজ তসলিমার বাবা সেকান্দার খলিফা বলেন, আমার মেয়ে ও ভাগনির ১৪ দিন ধরে কোন খোঁজ পাচ্ছি না । আমরা ধরনা করছি কেউ হয়ত অপহরণ করে নিয়ে গেছে। তিনি এসময় তাদের উদ্ধারে প্রশাসনের সহায়তা কামনা করেন।
এ ব্যপারে শিবচর থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি মিছিং ডাইরি হয়েছে। কোন অপহরণকারী চক্রের হাতে পড়েছে নাকি অন্য কোন ঘটনা ঘটেছে, বিষয়টি নিয়ে আমরা তদন্ত চালাচ্ছি এবং তাদের উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/ হিমেল-২৩