চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। সোমবার দুপুর থেকে পূর্ববর্তী ২৪ ঘটনায় এ অভিযানগুলো পরিচালনা করা হয়।
কোস্টগার্ডের পূর্ব জোনের স্টাফ অফিসার ডিকসন চৌধুরী বলেন, সোমবার ভোর রাতে জেলার আনোয়ারা থানাধীন গহিরা এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস উদ্ধার করা হয়। এ উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ড। তবে তাদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
এদিকে লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, সোমবার দুপুরে উপজেলার আমিরাবাদ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কার চালক মো. এখলাসকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া এখলাস নোয়াখালী জেলার সুধারাম থানার সৈয়দ আহমদের ছেলে।
অন্যদিকে র্যাব-৭ এর সহকারি পরিচালক সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে হাটহাজারী থানাধীন ভাটিয়ারী এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে ৪শ' পিস ইয়াবা এবং একটি দেশীয় তৈরি বন্দুকসহ মো. রুবেলকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ওসি শাহজাহান কবির বলেন, রবিবার কামাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মাইক্রোবাসের সিলিন্ডার থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ফজলে করিম ও খায়রুল বশর নামে দু'যুবককে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ