নাটোরের সিংড়ায় পুলিশ বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার জামতলী বাজার এলাকার আজুরদর্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় বগুড়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, এস আই আমির হামজা (৩৫), কনস্টেবল রিপন (৩২), ইয়াসিন (৩৩), আরিফ (৩৭), হেকমত (৩৮) ও মাইক্রোবাস চালক হানিফ (২৮)। আহত পুলিশ সদস্যরা কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে সরকারী কাজে কুষ্টিয়া থেকে মাইক্রো (ঢাকা মেট্টো-ট-১৫-৮১১১) যোগে বগুড়া ক্যান্টনমেন্ট এ যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী বাজার এলাকার আজুরদর্গায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়।
এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রিপনকে বগুড়া এবং হেকমত, ইয়াসিন ও আরিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/ হিমেল-২৫