ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাজির মহিউদ্দিন (৪৮) সোমবার দুপুরে ভূয়া বিল ভাউচার করে সোনালী ব্যাংক থেকে টাকা উঠানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নাজির কোটচাঁদপুর উপজেলার ইকড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ভূমি অফিসের নাজির মহিউদ্দিন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সোনালী ব্যাংকে গিয়ে থানা হিসাব রক্ষকের স্বাক্ষর জাল করে ১৫ লাখ টাকার একটি ভূয়া বিল ভাউচার জমা দেন। সন্দেহ হলে ব্যাংক ম্যানেজার নজরুল ইসলাম থানা হিসাব রক্ষক সুজিত কুমার বিশ্বাসকে ফোনে স্বাক্ষরের বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
এরপর বিষয়টি এ্যাসিল্যান্ড চৌধুরি রওশন ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
ঘটনাটি সম্পর্কে এ্যাসিল্যান্ড চৌধুরি রওশন ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে ঘটনাটি স্বীকার করে তারা জানান, নাজির মহিউদ্দিন ২৩ লাখ ৯ হাজার ৭শত ৫৬ টাকা জালিয়াতি করেছে। তিনি এখন ভূমি অফিসের কেউ না। তাকে গত অক্টোবর মাসে সাসপেন্ড করা এবং তার বিরুদ্ধে থানায় একটি জালিয়াতি মামলাও হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ মে ১৬/ সালাহ উদ্দীন