সিরাজগঞ্জে মানব দেহে আবারও গবাদি পশুর রোগ অ্যানথ্র্যাক্স ছড়িয়ে পড়েছে। সোমবার স্বাস্থ্য বিভাগ উল্লাপাড়ায় আরও দুইজন অ্যানথ্র্যাক্স রোগীকে শনাক্ত করেছেন। এ নিয়ে উল্লাপাড়ায় ৪২জনকে আক্রান্ত হয়েছে।
এর আগে ৬ মে জেলার কামারখন্দে ২৯ নারী-শিশু পুরুষ এবং শাহজাদপুরে ১৮জনকে শনাক্ত করা হয়। এলাকাবাসীর অভিযোগ-সময়মত গবাদি পশুগুলোকে ভ্যাকসিন প্রদানে প্রাণী সম্পদ বিভাগের গাফিলতি ও সচেতনাতমুলক কর্মকাণ্ড না চালানোর জন্যই এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
তবে স্বাস্থ্য বিভাগের দাবি তাদের আওতাভুক্ত গবাদিপশুকে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। কিন্তু মিল্কভিটার আওতায় গরুগুলোকে সময়মতো ভ্যাকসিনের আওতায় না আনায় উল্লাপাড়ায় রোগ দেখা দিয়েছে বলে প্রাণী সম্পদ বিভাগ দাবি করেছে।
উল্লাপাড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, উল্লাপাড়ায় যে গরুগুলো অ্যানথ্যাক্স রোগে আক্রান্ত হয়েছে সবগুলোই মিল্কভিটার তত্ত্বাবধানে খামারীদের গরু। মিল্কভিটার সমিতির আওতায়ভুক্ত গরুগুলোকে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের ভ্যাকসিন দেয়া নিষেধ রয়েছে।
মিল্কভিটার ডা. নজরুল জানান, এ বছর এখনও ভ্যাকসিন আসেনি। যে কারণে গরুগুলোকে এখনও ভ্যাকসিন দেয়া হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা অফিসার ডা. ইমান আলী জানান, সোমবার বিকেল পর্যন্ত উপজেলার সরাতলা গ্রাম ঘুরে আরো দুইজনকে শনাক্তের পর তাদের চিকিৎসা দেয়া হয়েছে। সেই সাথে অসুস্থ গরু জবাই না করার পরামর্শ দেয়া হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আকরুজ্জামান ভুইয়া জানান, জেলায় প্রায় ৯ লক্ষ ৮৩ হাজার ২৫২টি গবাদি পশু রয়েছে। এর মধ্যে মিল্কভিটার তত্ত্বাবধানে রয়েছে প্রায় ১৫ হাজার গবাদি পশু। তাদেরগুলোকে এখনও ভ্যাকসিনের আওতায় আনা হয়নি। তাদেরকে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা জন্য বলা হয়েছে। প্রাণী সম্পদক বিভাগ ইতোমধ্যে অ্যানথ্রাক্স আক্রান্ত বেলকুচি, কামারখন্দ, উল্লাপাড়াও শাহজাদপুর উপজেলার সকল পশুকে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। এছাড়াও চারটি উপজেলায় অসুস্থ গরু যাতে জবাই না করে এবং অ্যানথ্র্যাক্স সম্পর্কে জনসচেতনতার জন্য এলাকায় মতবিনিময়, লিফলেট বিতরণ, ক্যাবলনেটওয়ার্কে প্রচার-প্রচারনাসহ মসজিদের ইমামদের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন