মাদারীপুরের ডাসারে ২০ হাজার টাকা নিয়ে বাগবিতণ্ডার সময় ছেলের ধাক্কায় বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডাসার থানার কাজী বাকাই ইউনিয়নের খানতলী গ্রামে মতলেব বেপারীর (৭৫) কাছ থেকে তার বড় ছেলে মান্নান বেপারী (৪৫) ২০ হাজার টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও ছেলে মান্নান তার বাবাকে ওই টাকা ফেরত দেয়নি। রবিবার দুপুরে বাবা ও ছেলের মধ্যে ব্যাপক বাগ্বিতণ্ডার এক পর্যায়ে মান্নান বেপারী তার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে গুরুতর আহত হন।
আহত হলেও তাকে চিকিৎসার জন্য কোনো হাসপাতালে না নিয়ে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তাতে তার উন্নতি না হয়ে বিকেলের দিকে মারা যান।
এ ব্যাপারে মান্নান বেপারী সাংবাদিকদের বলেন, ''তার ধাক্কায় সে মারা যায়নি। এমনিতেই অসুস্থ হয়ে মারা গেছে। রবিবার বিকেলেই তাকে দাফন করা হয়েছে।''
বিডি-প্রতিদিন/এস আহমেদ