চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় রাজীব কুল (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার রাতে ফতেয়াবাদ এলাকায় দ্রুতগামী একটি হিউম্যান হলারের চাপায় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নগরের প্রবর্ত্তক এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ব্রাম্মণপাড়ার নিজ বাড়ি থেকে রাজীব মোটরসাইকেল নিয়ে হাটহাজারীর চৌধুরীহাটের দিকে যাচ্ছিলেন। নগর থেকে ফতেয়াবাদমুখী হিউম্যান হলারটি ওই এলাকার কমিউনিটি সেন্টারের সামনে সড়কে রাজীবকে চাপা দেয়। এ সময় ঘাতক চালক পালিয়ে গেলেও গাড়িটি (চট্ট মেট্রো-ছ ১১-১২৪৬) আটক করা হয়। মোটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে গেছে।
স্থানীয়রা জানান, প্রায় তিনমাস ধরে রাজীব কুলের বাবা বাদল কুল ক্যান্সার আক্রান্ত। তার ছয় বছর বয়সী এক ছেলে, স্ত্রী, মা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন ১৬/ সালাহ উদ্দীন