সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন যশোরের ঝিকরগাছা থানার এএসআই তৌহিদুল ইসলাম (৪৫)।
সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এসময় তিনি যশোর-বেনাপোল রোডে মোবাইল টিম নিয়ে ডিউটিতে ছিলেন।
খবর পেয়ে ঝিকরগাছা থানার ওসি ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় এএসআই তৌহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কাজল মল্লিক জানান, পুলিশ তাকে জানিয়েছে, সন্ত্রাসীরা তৌহিদুলের পেটে ছুরি মেরেছে। গুরুতর অবস্থায় তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঝিকরগাছা থানার ওসি মোল্যা খবির আহমেদ এএসআই তৌহিদুলের আহত হওয়ার কথা স্বীকার করে বলেন, 'এটি সন্ত্রাসী হামলা। এ ব্যাপারে বিস্তারিত পরে জানাচ্ছি’।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন ১৬/ সালাহ উদ্দীন