চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাটে ট্রাকের ধাক্কায় আজিজুল হক (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, বিকাল ৩টার দিকে বাইসাইকেলযোগে নিজ গ্রাম বিষ্ণুপুরে ফেরার সময় হাটের মধ্যেই ট্রাকের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাটের মধ্যে ট্রাক ধাক্কা দিলে আজিজুল হক রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। হাটে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৬/সালাহ উদ্দিন/মাহবুব