চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকা থেকে আজ মঙ্গলবার ভোররাতে সাইদুল ইসলাম (৪৩) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাইদুল ইসলাম, জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর মোন্নাটোলা গ্রামের আজিজুর রহমানের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার একটি আম বাগান থেকে ভোররাত পৌনে চারটার দিকে সাইদুলকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪টি ককটেল ও ৫০০গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
এদিকে পুলিশ কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ২৯ জন ওয়ারেন্টের আসামী এবং বাকি ৮ জন নিয়মিত মামলার আসামী।
বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৬/হিমেল-০৯