বান্দরবানে মংপু মারমা (৩৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে বান্দরবান সদরের জামছড়ি মুখপাড়া থেকে তাকে অপহরণ করা হয়। তিনি বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একদল অস্ত্রধারী দুর্বৃত্ত জামছড়ি মুখপাড়া ঘেরাও করে মংপুকে অপহরণ করে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই বাঘমারা, ডলু পাড়া, আন্তাহা পাড়া ক্যাম্প থেকে সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল দল উদ্ধার অভিযানে নামে বলে জানা গেছে।
বান্দরবান পুলিশ সুপার মিজানুর রহমান জানান, অপহৃত আওয়ামী লীগ নেতাকে উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান শুরু করেছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তবে অপহরণকারীদের সম্পর্কে জানা যায়নি।
বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৬/হিমেল-১০