পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারীতে দৃষ্টি প্রতিবন্ধী এক মেয়ের (২২) ধর্ষণ মামলায় আসামি জসিম সেখ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারী এলাকা থেকে জসিমকে গ্রেফতার করা হয়। জসিম সেখ খানাকুনিয়ারী গ্রামের মৃত আব্দুল মালেক সেখের ছেলে ।
জানা যায়, সোমবার দুপুরে পাশের বাড়িতে কাজের জন্য গিয়েছিল মা হাসিনা বেগম। বৃষ্টি পড়ার কারনে তার ঘরে ফিরতে দেরি হয়। এ সুযোগে তার মেয়েকে ঘরে একা পেয়ে এলাকার বখাটে জসিম ধর্ষণ করে পালিয়ে যায় । পরে পরিবারের লোকজন মেয়েটিকে নিয়ে পিরোজপুর সদর থানায় এলে পুলিশ মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মেয়েটির মা হাসিনা বেগম বাদী হয়ে সদর থানায় ধর্ষক জসিম সেখকে আসামী করে একটি মামলা দায়ের করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, ধর্ষনের ঘটনার বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারী এলাকা থেকে আসামি জসিমকে গেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৬/হিমেল-১৮