মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার ভাবহাটির ঢাল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মাগুরা হাইওয়ে পুলিশ আজ সকালে এ লাশ উদ্ধার করে।
হাইওয়ে পুলিশের এসআই বিটুল হাসান জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ সকাল সাড়ে ৯ টার দিকে মাগুরা-যশোর সড়কের ভাবহাটির ঢাল এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে নিহত যুবক মানুষিক প্রতিবন্ধী। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যৃ হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ও লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে ময়না তদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৬/হিমেল-২০