কুমিল্লার চৌদ্দগ্রামে সন্ত্রাসী বিরোধী আইনসহ তিনটি মামলার আসামী ছাবির আহম্মেদ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
ছাব্বির উপজেলার কনকাপৈত ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।
চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার জানান, ‘ছাব্বিরের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে সোমবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়’।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন, ২০১৬/ আফরোজ