নোয়াখালীর চৌমুহনী শহরের গোলাবাড়িয়া থেকে সুমন বাহিনীর প্রধান সুমনসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাত ৮ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। সুমন স্থানীয় অস্ত্রধারী ক্যাডার রোমন ও আরজুকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে চৌমুহনী শহর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।
নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করেন।
সুমন ও রোমান বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকার সাধারণ ব্যবসায়ী ও জনগণ।
বিডি-প্রতিদিন / এস আহমেদ