দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে বরিশালে মঙ্গলবার পর্যন্ত ৩২২ জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার জেলা ও মেট্রো এলাকায় গ্রেফতার হয়েছে ৪৩ জন। তবে এই সময়ের মধ্যে কোন জঙ্গি গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বরিশাল নগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার জানান, গত শুক্রবার থেকে বরিশাল মেট্রোপলিটন এলাকায় পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত মেট্রোপলিটনের ৪ থানায় ৭৪ জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে বিভিন্ন মামলার আসামি, তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রয়েছে। তবে এই সময়ের মধ্যে কোন জঙ্গি গ্রেফতার হয়নি।
এদিকে বিশেষ অভিযানে বরিশাল জেলার অন্যান্য এলাকা থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪৮ জন গ্রেফতার হয়েছে। এরমধ্যেও কোন জঙ্গি নেই বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান। এই অভিযানে যাতে নিরীহ কেউ হয়রানির শিকার না হয় সে জন্য সংশ্লিষ্ট থানাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন / এস আহমেদ