ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক মৃধার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ময়না বোর্ড অফিসের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার শতশত নারী-পুরুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ, ময়না ইউপি চেয়ারম্যান নাসের মো. সেলিম, আবুল বাসার মৃধাসহ আরো অনেকে। বক্তারা অবিলম্বে মুক্তিযোদ্ধা রাজ্জাক মৃধার সকল হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একটি বিশাল মৌন মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গত ১৭ জুন মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক মৃধাকে কুপিয়ে হত্যা করা হয়। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৬/শরীফ