পিরোজপুরে অগ্নিদগ্ধ হয়ে ফরিদা বেগম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ দুপুরের দিকে পৌর এলাকার বৈদ্ধ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাই জিয়াউল আহসান জানান, ফরিদা দীর্ঘ দিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিলেন। সকালে পরিবারের সবাই নিজ নিজ কাজে বের হয়। দুপুরের দিকে পার্শবর্তী বাসিন্দারা বাসার ভিতরে আগুন দেখে আমাদেরকে খবর দিলে বাসার ভিতরে আগুন জ্বলতে দেখি। ফায়াস সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায় এবং ফরিদা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পিরোজপুর সদর থানার এসআই আসাদ জানান, 'আগুনের খবর পেয়ে এসে দেখি আগুনে একজনের মৃত্যু হয়েছে। কিন্তু কিভাবে এ আগুনের ঘটনা ঘটল তা আমরা এখনও নিশ্চিত নই।'
বিডি প্রতিদিন/২২ জুন ২০১৬/হিমেল-১৯