কুমিল্লার চৌদ্দগ্রামে চেতনানাশক ভারতীয় ৫ হাজার ‘টার্গেট’ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। ট্যাবলেটগুলো আজ বিকালে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
আমানগন্ডা সীমান্তফাঁড়ির নায়েক সুবেদার আলমগীর হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার নোয়াপাড়ায় একদল বিজিবি অভিযান চালিয়ে চেতনাশক মাদক ৫ হাজার পিস টার্গেট ট্যাবলেট, ২’শ ৪৭ পিস ভারতীয় হরলিকস ও ১’শ ৫০ পিস উন্নতমানের শাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/২২ জুন ২০১৬/হিমেল-২২