কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যার বিচার একদিন হবেই।
বুধবার দুপুরে কুমিল্লা সিআইডি কার্যালয়ে তনু হত্যা মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড.নাজমুল করিম খান এ কথা বলেন।
তিনি বলেন,দীর্ঘদিন পরে বঙ্গবন্ধু হত্যা, চার নেতা হত্যা,মানবতা বিরোধী হত্যার বিচার হয়েছে। একটু সময় লাগলেও তনু হত্যার বিচারও হবে। কারণ আমরা অনেক গুমের মামলায় কোনো প্রমাণ পাইনা, লাশ পাই না। কিন্তু ডিএনএ পরীক্ষায় তনুর কাপড়ে তিনজনের শুক্রানু পাওয়া গেছে। আসামি মারা গেলেও কবর থেকে লাশ তুলেও ডিএনএ শনাক্ত করা সম্ভব।
তনুর কাপড়ে পাওয়া তিন পুরুষের ডিএনএ সন্দেহভাজনদের সাথে মেলানোর বিষয়ে বলেন, এবিষয়ে ঢাকা অফিসে আলোচনা চলছে। আদালতের অনুমতি নিয়ে পর্যায়েক্রমে সিভিল থেকে সামরিক সকল সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষা করা হবে।
তিনি আরো বলেন, ময়নাতদন্ত চিকিৎসকদের থেকে যে সব সহযোগিতা পাওয়ার কথা ছিলো তা আমরা পাইনি। সহযোগিতা পেলে আমাদের কাজ অনেক সহজ হতো।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন ১৬/ সালাহ উদ্দীন