বেশ কিছুদিন যাবৎ একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ বান্দরবানের লামাবাসী। অবশেষে লামা থানার পুলিশ কোয়াটারে চুরি করে চোররা দেখিয়ে দিল তাদের দৌরাত্ম। মঙ্গলবার দিবাগত গভীর রাতে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লামা থানার পুলিশ কোয়াটারের থাকা ওসি (তদন্ত) আব্দু সাত্তার ভূইয়া’র বাসা থেকে ২টি মোবাইল ও কারেন্টের টর্চলাইট নিয়ে গেল চোরেরা।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে বাসার জানালা খুলে ঘুমিয়ে পড়েন ওসি (তদন্ত) আব্দুল সাত্তার ভূঁইয়া। ফলে সুযোগ বুঝে রাতের কোনো এক সময় জানালা দিয়ে ২টি দামি মোবাইল ও ১টি কারেন্টের টর্চলাইট নিয়ে যায় চোরেরা। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ পুলিশ অফিসার কোনো অভিযোগ করেননি।
উল্লেখ্য, গত একমাস ধরে প্রায় প্রতিদিন লামা পৌরসভায় কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। মোটরসাইকেল, মোরগ, কবুতর, গাড়ির যন্ত্রাংশ, টমটম-অটো রিক্সার ব্যাটারি, ইলেকট্রিক সরঞ্জাম, বাইসাইকেল ও দোকানপাট চোরের মূল টার্গেটে পরিণত হয়েছে। যার সর্বশেষ শিকার খোদ পুলিশ সদস্য।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৬/শরীফ