ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় আজ বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩০) নামে এক কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার করইয়ারহাট গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আলমগীরের চালিত কাভার্ডভ্যানটি (ঢাকামেট্রো-উ-১১-০৯৩৩) নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার শেষে থানায় নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৬/শরীফ