কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কানাবিলের মোড়ে ট্রাক উল্টে চাপা পড়ে জুয়েল হোসেন (৩৩) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কানাবিলের মোড়ে এ ঘটনা ঘটে।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, নিহত জুয়েল পাশ্ববর্তী একটি ফ্যাক্টরির শ্রমিক। তিনি কাজের উদ্দেশ্যে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি কাঠ বোঝাই ট্রাক কানাবিলের মোড়ে চালক নিয়ন্ত্রণ হারালে এটি রাস্তায় উল্টে যায়। এ সময় পথচারী জুয়েল ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান।
নিহত জুয়েল মঙ্গলবাড়িয়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও হেল্পার পালিয়ে যায়। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৬/শরীফ