চাঁপাইনবাবগঞ্জে ৬৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর টিকরা গ্রামের ফজলুর রহমানের ছেলে শেখ সাদী (২৭), মহারাজপুর মাছানিয়াপাড়া গ্রামের মৃত তাইফুর রহমানের ছেলে মোঃ বাক্কার (২৪) ও শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন (৩১)।
গতরাত ২টার দিকে মহারাজপুর শেকপাড়া এলাকায় র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের ৬৩ কেজি গাঁজাসহ আটক করে। এসময় তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোনসহ ৫ হাজার ৫৪ টাকা জব্দ করা র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি নূরে আলম এর নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে র্যাব জানায়।
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৬/শরীফ