ফেনীর সোনাগাজীতে র্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' মাসুদ প্রকাশ গাব্বা মাসুদ (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়িতে ডাকাতির সময় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের ডা. নুর উল্লাহ সাহেব বাড়ির বাসিন্দা এবং যুবদল কর্মী বলে জানা গেছে।
র্যাব জানায়, ডাকাতির খবর পেয়ে র্যাবের একটি টহল দল ওই বাড়িতে অভিযান চালায়। এসময় ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত মাসুদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দু’টি এলজি, দু’টি পিস্তল, চারটি রামদা উদ্ধার ও আরো এক ডাকাত সদস্যকে আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম এ তথ্য নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৬/মাহবুব