ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কামাউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন।
গুরুতর আহত দু'জন হলেন-আশুগঞ্জ উপজেলার কামাউড়া গ্রামের আতিক মিয়া (৪৫) ও নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামের শাহআলম মিয়ার ছেলে আবির (২২)।
ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, সরাইল বিশ্বরোড থেকে আশুগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে কামাউড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন আহত হয়। এদের মধ্যে দু’জনকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৬/মাহবুব