সাতক্ষীরার তালা উপজেলায় কাজী আবু বক্কর সিদ্দিক জনি (৩৫) নামে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৪ জুন) রাতে উপজেলার পাটকেলঘাটা থানার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জনি গৌরিপুর গ্রামের কাজী আব্দুর রহমানের ছেলে।
নিহতের ভাই কাজী রনি জানান, রাত ১০টার দিকে মোবাইলে কল পেয়ে বাড়ি থেকে বের হয় জনি। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পাটখেতে জনির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
তিনি জানান, জনির গলায় গামছা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তাদের ধারণা জনিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর গামছা দিয়ে বেঁধে টেনে পাটখেতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের পর তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ