লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে শহিদার রহমান (৩৮) নামের একজন পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার সকালে উপজেলার বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে। নজরুল বাড়াইপাড়া গ্রামের মৃত মোরশেদ খানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের আবুল কালামের পুত্র নজরুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুর রহিমের সাথে বিরোধ চলছিল। শনিবার সকালে ওই বাড়ি ভিটে দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই শহিদার রহমান (৩৮)-কে পিটিয়ে হত্যা করে নজরুল গংরা।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক এসআই আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ ২৫ জুন, ২০১৬/ আফরোজ