বান্দরবানের লামা উপজলোর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার হিন্দু পাড়ার দরিদ্র মেয়ে লক্ষী কর্মকার (১৮)। আগামী ১৬ আষাঢ় ১৪২৩ বাংলা ৩০ জুন ২০১৬ ইং বৃহস্পতিবার লক্ষীর বিবাহের দিন ধার্য্য করা হয়েছে। বাবা হারা দরিদ্র লক্ষীর বিবাহের অর্থ জোগাড় করতে বৃদ্ধ মা আরতী কর্মকার (৫৫) সাহায্যের জন্য হাত পেতেছে সমাজের বিত্তবানদের কাছে। তার বিবাহের জন্য প্রয়োজন দেড় লক্ষ টাকা। এর মধ্যে পরিবারের কাছে নিজেদের সঞ্চয়, ঋণ ও ধার করে ৯০ হাজার টাকা যোগাড় হয়েছে। আর বাকি ৬০ হাজার টাকা। শুধু ৬০ হাজার টাকার জন্য কপালে সিঁদুর অনিশ্চিত হয়ে পড়েছে অসহায় মেয়েটির।
অবশিষ্ট টাকা সংগ্রহের জন্য বৃদ্ধ অসহায় মা আরতী কর্মকার সবার দরজায় দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছেন। শনিবার ২৫ জুন লামা বাজারে ভিক্ষা করতে করতে নিজের অসহায়ত্বের কথা জানালেন আরতী কর্মকার। আমরা সবাই কি পারিনা একটু সহায়তা করে মেয়েটির কপালে সিদুঁরের রংয়ে রাঙিয়ে দিতে। আর ৫ দিনের মধ্যে হয়ত বাকি টাকা সংগ্রহ করা বৃদ্ধ মায়ের পক্ষে অসম্ভব। অসহায় মা আরতী কর্মকার সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ (পার্সোনাল) ০১৭৪৮৯৩৩৬৫০।
বিডি-প্রতিদিন/২৫ জুন ২০১৬/শরীফ