সাতক্ষীরার পাটকেলঘাটায় গরু ব্যবসায়ী কাজী আবু বক্কর সিদ্দিক জনিকে (৩০) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোন এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত আবু বক্কর তালা উপজেলার গৌরিপুর গ্রামের কাজী আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও নিহত জনির ভাই কাজী রনি জানান, রাত ১০টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় যায় কাজী আবু বক্কর সিদ্দিক জনি। তারপর রাতে সে আর বাড়ী ফিরে আসেনি। সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পাটক্ষেতে জনির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ এবং পরিবারকে খবর দেয়। টরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এসময় নিহত জনি’র গলায় গামছা বাধা ছিল এবং শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে রক্ত ঝরছিল। তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর গামছা দিয়ে বেধে টেনে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জনির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৬/হিমেল-০৩