নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, একই উপজেলার জোনাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ, সরাবাড়িয়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে এস্কেন্দার আলী, দিঘইর গ্রামের আব্দুর রহিমের ছেলে নাজমুল হোসেন, শহিদুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ ও পাবনার চাটমোহর উপজেলার চড়ইকোল গ্রামের মিজানুর রহমান মজনুর ছেলে আব্দুল হামিদ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরান হোসেন জানান, শনিবার ভোররাতে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশ মানিকপুর কলাবাগান এলাকায় টহল দিচ্ছিল। এসময় একটি অটোভ্যান নিয়ে ৫ জনকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে তাদের আটক করে। পরে তাদের বহনকারী অটোভ্যান তল্লাশি করে একটি ধারালো হাঁসুয়া, একটি রামদা, একটি চাপাতি ও একটা চাকু উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাতি প্রস্তুতির কথা স্বীকার করে। পরে তাদের নামে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করে নাটোর জেল হাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৬/হিমেল-০৫